মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩১৯৮
৬. প্রথম অনুচ্ছেদ - (গোলামদের স্বাধীনতা প্রদান)
৩১৯৮। তাবেয়ী হযরত ওরওয়া বিবি আয়েশা (রাঃ) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারীরা সম্পর্কে তাহাকে বলিলেন : তুমি তাহাকে খরিদ কর এবং আযাদ করিয়া দাও। (ওরওয়া বলেন,) তখন তাহার স্বামী ক্রীতদাস ছিল। সুতরাং রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে (স্বামী ত্যাগ করা না করার) অধিকার দিলেন ; আর সেমতে সে তাহার স্বামী হইতে নিজকে মুক্ত করিল। যদি তাহার স্বামী স্বাধীন হইত, তাহাকে এ অধিকার দিতেন না। -মোত্তাঃ -
بَابٌ [خِيَارُ الْمَمْلُوْكِيْنَ] الْفَصْل الأول
عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهَا فِي بَرِيرَةَ: «خُذِيهَا فَأَعْتِقِيهَا» . وَكَانَ زَوْجُهَا عَبْدًا فَخَيَّرَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاخْتَارَتْ نَفسهَا وَلَو كَانَ حرا لم يخيرها
হাদীসের ব্যাখ্যা:
মুক্তির পর বিচ্ছেদের অধিকার
বাঁদী মুক্তি লাভ করিলে তাহার স্বামী যদি গোলাম হয়, তবে তাহার ঐ বিবাহ ফসখ করার অর্থাৎ, স্বামীকে ত্যাগ করার অধিকার রহিয়াছে। যদি স্বামী স্বাধীন ব্যক্তি হয় তবে ইমাম মালেক, শাফেয়ী ও আহমদের মতে তখন তাহার এ অধিকার থাকিবে না। কিন্তু ইমাম আবু হানীফার মতে তখনও তাহার এ অধিকার থাকিবে। স্বামী-স্ত্রী উভয়ে এক সাথে মুক্তি লাভ করিলে সকলের মতেই এ অধিকার থাকিবে না। (এখন আমাদের দেশে এ জাতীয় মাসায়েলের প্রয়োজন নাই।) – অনুবাদক
'অধিকার দিতেন না'—ইহা ওরওয়ার মত, হুযুরের মত নহে। হযরত আয়েশার অপর বর্ণনায় আছে, বারীরার স্বামী তখন আযাদ ছিল। এ বর্ণনা হইতেই ইমাম আবু হানীফা (রঃ) বলেন, স্বামী স্বাধীন হইলেও তাহাকে ত্যাগের অধিকার স্ত্রীর থাকে।
বাঁদী মুক্তি লাভ করিলে তাহার স্বামী যদি গোলাম হয়, তবে তাহার ঐ বিবাহ ফসখ করার অর্থাৎ, স্বামীকে ত্যাগ করার অধিকার রহিয়াছে। যদি স্বামী স্বাধীন ব্যক্তি হয় তবে ইমাম মালেক, শাফেয়ী ও আহমদের মতে তখন তাহার এ অধিকার থাকিবে না। কিন্তু ইমাম আবু হানীফার মতে তখনও তাহার এ অধিকার থাকিবে। স্বামী-স্ত্রী উভয়ে এক সাথে মুক্তি লাভ করিলে সকলের মতেই এ অধিকার থাকিবে না। (এখন আমাদের দেশে এ জাতীয় মাসায়েলের প্রয়োজন নাই।) – অনুবাদক
'অধিকার দিতেন না'—ইহা ওরওয়ার মত, হুযুরের মত নহে। হযরত আয়েশার অপর বর্ণনায় আছে, বারীরার স্বামী তখন আযাদ ছিল। এ বর্ণনা হইতেই ইমাম আবু হানীফা (রঃ) বলেন, স্বামী স্বাধীন হইলেও তাহাকে ত্যাগের অধিকার স্ত্রীর থাকে।
