মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১৯৬
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - (স্বামী-স্ত্রীর) সহবাস
৩১৯৬। হযরত আসমা বিনতে ইয়াযীদ (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, তোমরা গুপ্তভাবে তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। কেননা, 'গীলা' আরোহীর উপর প্রভাব বিস্তার করে এবং তাহাকে ঘোড়া হইতে ফেলিয়া দেয়। –আবু দাউদ
وَعَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ سِرًّا فَإِنَّ الْغَيْلَ يُدْرِكُ الْفَارِسَ فيدعثره عَن فرسه» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

(ক) গুপ্তভাবে সন্তান হত্যা করিও না' – অর্থাৎ, বর্তমান সন্তান দুধ না ছাড়াইতে বিবির সাথে সহবাস করিয়া তাহাকে পুনরায় গর্ভবতী করিও না। গর্ভকালের দুধ সন্তানের প্রতি খারাপ প্রভাব বিস্তার করে, সে স্বাস্থ্যগতভাবে দুর্বল থাকে, তাই ঘোড়া হইতে পড়িয়া মারা যায়। আর তাহার এই মৃত্যুর কারণ প্রকৃত প্রস্তাবে তুমিই হইলে।
এ ব্যাপারে আধুনিক স্বাস্থ্যবিজ্ঞানের মত জানিতে চাহিলে জনৈক বিজ্ঞ ডাক্তার ইহাতে শিশুর স্বাস্থ্যহানির তেমন কোন আশংকা থাকে বলিয়া বলিলেন না। ইহাতে মনে হয়, জুদামার হাদীসের মর্মই অধিকতর সহীহ। হাদীসের ভাষ্যকারদেরও ইহাই মত। তাঁহাদের মতে, জুদামার হাদীসে হুযূর (ﷺ) গর্ভাবস্থায় সহবাসকে হারামরূপে নিষেধ করিতে মনস্থ করিয়া পরে উহা হইতে বিরত রহিলেন। আর এ হাদীসে 'তানযিহী'রূপে নিষেধ করিলেন। অর্থাৎ, সহবাস না করা উত্তম; নিষিদ্ধ নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩১৯৬ | মুসলিম বাংলা