মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩১৯২
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - (স্বামী-স্ত্রীর) সহবাস
৩১৯২। হযরত খুযাইমা ইবনে সাবেত (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ সত্য কথা বলিতে লজ্জা করেন না, তোমরা তোমাদের স্ত্রীদের গুহ্যদ্বারে সহবাস করিও না। – আহ্মদ, তিরমিযী, ইবনে মাজাহ্ ও দারেমী
وَعَنْ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ اللَّهَ لَا يستحيي مِنَ الْحَقِّ لَا تَأْتُوا النِّسَاءَ فِي أَدْبَارِهِنَّ» . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه. والدارمي
