মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১৯১
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - (স্বামী-স্ত্রীর) সহবাস
৩১৯১। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর প্রতি ওহী অবতীর্ণ হইল, “তোমাদের স্ত্রীগণ তোমাদের খেতস্বরূপ, সুতরাং তোমরা তোমাদের খেতে প্রবেশ করিতে পার যেভাবে চাহ” – সম্মুখের দিক হইতে বা পশ্চাৎদিক হইতে, তবে বাঁচিয়া থাকিবে গুহ্যদ্বার ও হায়য অবস্থা হইতে। —তিরমিযী
الْفَصْل الثَّانِي
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: أُوحِيَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (نساوكم حرث لكم فَأتوا حَرْثكُمْ)

الْآيَةَ: «أَقْبِلْ وَأَدْبِرْ وَاتَّقِ الدُّبُرَ وَالْحَيْضَةَ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩১৯১ | মুসলিম বাংলা