মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১৬৪
৪. প্রথম অনুচ্ছেদ - যে নারীদেরকে বিয়ে করা হারাম
৩১৬৪। (হযরত আব্বাসের স্ত্রী) উম্মুল ফযল (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন এক কি দুইবার চোষণে হারাম করে না।
وَعَنْ أُمِّ الْفَضْلِ قَالَتْ: أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تُحَرِّمُ الرضعة أَو الرضعتان»

হাদীসের ব্যাখ্যা:

(১) বর্ণনার বিভিন্নতায় শব্দের বেশ কম দেখানো হইয়াছে, অর্থের নহে। হুযুরের ভাব ঠিক রাখিয়া শব্দ বেশ-কম করা ফকীহ রাবীদের পক্ষে জায়েয আছে।
(২) অধিকাংশ ইমামের মতে দুধপানের বয়সের মধ্যে (আড়াই বছরের মধ্যে) দুধ বেশী খাক বা কম, ইহাতে হারাম হইয়া যাইবে। কেননা, কোরআনে রহিয়াছে— “তোমাদের সেসকল মা, যাহারা তোমাদিগকে দুধ পান করাইয়াছে।” আয়াতে বেশীর কথা নাই। সুতরাং অল্প হইলেও হারাম হইয়া যাইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান