মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩১৬৩
৪. প্রথম অনুচ্ছেদ - যে নারীদেরকে বিয়ে করা হারাম
৩১৬৩। হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আপনি কি আপনার চাচা হামযার মেয়েকে বিবাহ করিতে ইচ্ছা রাখেন? সে তো কুরাইশদের মধ্যে সর্বাপেক্ষা সুন্দরী যুবতী। তখন হুযুর (ছাঃ) বলিলেন: তুমি কি জান না, হামযা আমার দুধ-ভাইও। আর আল্লাহ্ দুধের কারণে হারাম করিয়াছেন যাহা রক্তের কারণে হারাম করিয়াছেন। — মুসলিম
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ هَلْ لَكَ فِي بِنْتِ عَمِّكَ حَمْزَةَ؟ فَإِنَّهَا أَجْمَلُ فَتَاةٍ فِي قُرَيْشٍ فَقَالَ لَهُ: «أَمَا عَلِمْتَ أَنَّ حَمْزَةَ أَخِي مَنِ الرَّضَاعَةِ؟ وَأَنَّ اللَّهَ حَرَّمَ مِنَ الرَّضَاعَةِ مَا حرم من النّسَب؟» . رَوَاهُ مُسلم
