মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১৬১
৪. প্রথম অনুচ্ছেদ - যে নারীদেরকে বিয়ে করা হারাম
৩১৬১। বিবি আয়েশা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: দুধ সম্পর্কের কারণে হারাম হয় যাহা রক্ত সম্পর্কের কারণে হারাম হয়। বোখারী
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَحْرُمُ مِنَ الرَّضَاعَةِ مَا يحرم من الْولادَة» . رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

রক্ত সম্পর্ক ও দুধ সম্পর্ক সম্পূর্ণভাবে এক নহে। দুধ ভগিনীর মা, দুধ-পুত্রের ভগিনী, দুধ বাপের অপর স্ত্রী ও দুধ-পুত্রের স্ত্রী হারাম নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান