মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১৫৮
৩. তৃতীয় অনুচ্ছেদ - বিয়ের প্রচার, প্রস্তাব ও শর্তাবলী প্রসঙ্গে
৩১৫৮। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, 'মোতা বিবাহ' ইসলামের প্রথম যুগে ছিল। কোন ব্যক্তি যখন কোন জনপদে পৌঁছিত, যেখানে তাহার কাহারও সাথে কোন পরিচয় থাকিত না। অতএব, সে তথায় যতদিন অবস্থান করিবে বলিয়া মনে করিত, তত দিনের জন্য কোন নারীকে বিবাহ করিত। নারী তাহার আসবাবপত্র রক্ষা করিত এবং তাহার খানাপানি প্রস্তুত করিত। অবশেষে যখন এই আয়াত নাযিল হইল, “যাহারা আপন লজ্জাস্থানকে হেফাযত করে আপন স্ত্রী অথবা আপন দাসীদের ব্যতীত অন্যদের হইতে” (সূরা মাআরিজ, আয়াত ২৯–৩০ ) ইবনে আব্বাস বলেন, তখন ঐ দুইটি ব্যতীত সকল লজ্জাস্থানই হারাম হইয়া গেল। —তিরমিযী
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: إِنَّمَا كَانَتِ الْمُتْعَةُ فِي أول الْإِسْلَام كَانَ الرجل يقدم الْبَلدة لَيْسَ لَهُ بِهَا مَعْرِفَةٌ فَيَتَزَوَّجُ الْمَرْأَةَ بِقَدْرِ مَا يرى أَنَّهُ يُقِيمُ فَتَحْفَظُ لَهُ مَتَاعَهُ وَتُصْلِحُ لَهُ شَيَّهُ حَتَّى إِذَا نَزَلَتِ الْآيَةُ (إِلَّا عَلَى أَزوَاجهم أَو مَا ملكت أَيْمَانهم)

قَالَ ابْنُ عَبَّاسٍ: فَكُلُّ فَرْجٍ سِوَاهُمَا فَهُوَ حرَام. رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

‘মোতা বিবাহ’ যে অবশেষে হারাম হইয়া গিয়াছিল, ইহা হইতে তাহা স্পষ্টরূপে বুঝা গেল। হযরত ইবনে আব্বাসের শেষ মত ইহাই
tahqiqতাহকীক:তাহকীক চলমান