মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১৫৩
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বিয়ের প্রচার, প্রস্তাব ও শর্তাবলী প্রসঙ্গে
৩১৫৩। হযরত মুহাম্মাদ ইবনে হাতের জুমাহী (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেনঃ বিবাহে হালাল ও হারামের পার্থক্য হইল আওয়ায ও দফ পিটান। – আহমদ, তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাহ্
وَعَنْ مُحَمَّدِ بْنِ حَاطِبٍ الْجُمَحِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فَصَلَ مَا بَيْنَ الْحَلَالِ وَالْحَرَامِ: الصَّوْتُ وَالدُّفُّ فِي النِّكَاحِ . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

‘আওয়ায’—মূলে 'ছাওত' শব্দ রহিয়াছে, যাহার অর্থ, আওয়ায ও শব্দ। ইবনে মালেক, মোল্লা আলী কারী ও শায়খ দেহলবীসহ সকল ভাষ্যকারের মতেই আওয়ায় অর্থে এখানে মানুষের মধ্যে বিবাহের আলাপ-আলোচনা করাকেই বুঝাইয়াছে। তবে শায়খ দেহলবী ইহাও বলিয়াছেন যে, দফের সাথে ব্যবহারের কারণে ইহার অর্থ গান হওয়াও অসঙ্গত নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান