মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩১৫২
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বিয়ের প্রচার, প্রস্তাব ও শর্তাবলী প্রসঙ্গে
৩১৫২। বিবি আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ বিবাহকে প্রচার করিবে এবং উহা মসজিদে সম্পন্ন করিবে। এছাড়া উহাতে দফ পিটাইবে। —তিরমিযী ইহা বর্ণনা করিয়াছেন এবং বলিয়াছেন, ইহা গরীব হাদীস।
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْلِنُوا هَذَا النِّكَاحَ وَاجْعَلُوهُ فِي الْمَسَاجِدِ وَاضْرِبُوا عَلَيْهِ بِالدُّفُوفِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
হাদীসের ব্যাখ্যা:
বিবাহের প্রচার করা মোস্তাহাব। চুপের বিবাহ যেনার পথ পরিষ্কার করে। ঢোল পিটান প্রচারের জন্যই। মসজিদে সম্পন্ন করায় প্রচার ও বরকত উভয় লাভ হয়। বিবাহে সাক্ষী করান (দুই ব্যক্তিকে) শর্ত। সাক্ষী ব্যতীত বিবাহ জায়েয নহে। দারা কুতনীর হাদীসে রহিয়াছে, সাক্ষী ব্যতীত বিবাহ হয় না। (মেরকাত)
