মুসলিম বাংলা
কুরআন
হাদীস
নামাজের সময়
মাসায়েল
দু'আ
প্রবন্ধ
অন্যান্য
ডোনেশন
ডাউনলোড
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩১৫০ | মুসলিম বাংলা
মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হরকত ছাড়া
আরবী দেখুন
হাদীস নং: ৩১৫০
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বিয়ের প্রচার, প্রস্তাব ও শর্তাবলী প্রসঙ্গে
৩১৫০। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে খোতবায় (ভাষণে) তাশাহহুদ নাই, তাহা হইল কাটা হাতের ন্যায়। —তিরমিযী ইহা বর্ণনা করিয়াছেন এবং বলিয়াছেন, ইহা হাসান গরীব।
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ خُطْبَةٍ لَيْسَ فِيهَا تَشَهُّدٌ فَهِيَ كَالْيَدِ الْجَذْمَاءِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
হাদীসের ব্যাখ্যা:
“তাশাহহুদ”— অর্থ, সাক্ষ্য দেওয়া। শরীঅতে ইহার অর্থ, আল্লাহর একত্ববাদে এবং হযরত মুহাম্মদ আরবীর নবুওতে সাক্ষ্য দেওয়া এবং উহার ঘোষণা করা।
তাহকীক:
তাহকীক চলমান
পূর্ববর্তী
পরবর্তী