মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩১৩৬
২. তৃতীয় অনুচ্ছেদ - বিয়ের ওয়ালী (অভিভাবক) এবং নারীর অনুমতি গ্রহণ প্রসঙ্গে
৩১৩৬। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, এক বালেগা কুমারী মেয়ে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আসিয়া জানাইল, তাহার বাপ তাহার অমতে তাহাকে বিবাহ দিয়াছে। তখন নবী করীম (ﷺ) তাহাকে এ স্বামীর সাথে থাকা না-থাকার অধিকার দিলেন। –আবু দাউদ
الْفَصْل الثَّالِث
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: إِنَّ جَارِيَةً بِكْرًا أَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذكرت أَن أَبَاهَا زَوجهَا وَهِي كَارِهًا فَخَيَّرَهَا النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ أَبُو دَاوُدَ
হাদীসের ব্যাখ্যা:
ইহাতে বুঝা গেল যে, বালেগা মেয়ের উপর বাপের মত জবরদস্তি চাপাইয়া দেওয়া চলে না। আর ইমাম আবু হানীফা (রঃ) এ হাদীসেরই অনুসরণ করেন।
