মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১৩৫
২. দ্বিতীয় অনুচ্ছেদ - বিয়ের ওয়ালী (অভিভাবক) এবং নারীর অনুমতি গ্রহণ প্রসঙ্গে
৩১৩৫। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যে ক্রীতদাস তাহার মালিকের অনুমতি ছাড়া বিবাহ করিয়াছে সে আসলে ব্যভিচারী। — তিরমিযী, আবু দাউদ ও দারেমী
وَعَنْ جَابِرٌ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَيُّمَا عَبْدٍ تَزَوَّجَ بِغَيْرِ إِذْنِ سَيِّدِهِ فَهُوَ عَاهِرٌ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ والدرامي

হাদীসের ব্যাখ্যা:

ব্যভিচারী—কেননা, সে তাহার খোরপোষ দিতে অসমর্থ। দাসদের সম্পর্কে বিস্তারিত আলোচনা দাস অধ্যায়ে আসিবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩১৩৫ | মুসলিম বাংলা