মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১২৩
১. তৃতীয় অনুচ্ছেদ - (বিবাহের প্রস্থাবিত) পাত্রী দেখা ও সতর (পর্দা) প্রসঙ্গে
৩১২৩। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি কখনও রাসূলুল্লাহ্ (ﷺ)-এর লজ্জাস্থানের দিকে নজর করি নাই বা কখনও উহা দেখি নাই। —ইবনে মাজাহ্
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: مَا نَظَرْتُ أَوْ مَا رَأَيْتُ فَرْجَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم قطّ. رَوَاهُ ابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে বুঝা গেল যে, স্বামী-স্ত্রীর একের অন্যের লজ্জাস্থান দেখা জায়েয হইলেও না দেখাই ভাল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩১২৩ | মুসলিম বাংলা