মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩১২১
১. তৃতীয় অনুচ্ছেদ - (বিবাহের প্রস্থাবিত) পাত্রী দেখা ও সতর (পর্দা) প্রসঙ্গে
৩১২১। বিবি উম্মে সালামা (রাঃ) হইতে বর্ণিত আছে যে, একদা নবী করীম (ﷺ) তাঁহার নিকট ছিলেন। এ সময় ঘরে এক নপুংসকও ছিল। সে বিবি উম্মে সালামার ভাই আব্দুল্লাহ্ ইবনে আবু উমাইয়াকে বলিল, হে আব্দুল্লাহ্! আগামীতে আল্লাহ্ যদি তোমাদিগকে তায়েফবাসীদের উপর বিজয় দান করেন, আমি তোমাকে গায়লানের কন্যাকে দেখাইব—সে চারিটি লইয়া আগমন করে এবং আটটি লইয়া প্রস্থান করে। ইহা শুনিয়া নবী করীম (ﷺ) বলিলেনঃ ইহারা যেন কখনও তোমাদের নিকট আসিতে না পারে। —মোত্তাঃ
الْفَصْل الثَّالِث
عَنْ أُمِّ سَلَمَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ عِنْدَهَا وَفِي الْبَيْتِ مُخَنَّثٌ فَقَالَ: لِعَبْدِ اللَّهِ بْنِ أَبِي أُمَيَّةَ أَخِي أُمِّ سَلَمَةَ: يَا عَبْدَ اللَّهِ إِنْ فَتَحَ اللَّهُ لَكُمْ غَدًا الطَّائِفَ فَإِنِّي أَدُلُّكَ عَلَى ابْنَةِ غَيْلَانَ فَإِنَّهَا تُقْبِلُ بِأَرْبَعٍ وَتُدْبِرُ بِثَمَانٍ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يدخلن هَؤُلَاءِ عَلَيْكُم»
হাদীসের ব্যাখ্যা:
'চারিটি ও আটটি’—অর্থাৎ, আসিবার কালে তাহার পেটের উপর গোশতের চারি ভাজ এবং যাইবার কালে আট ভাঁজ দেখা যায়। অর্থাৎ, সে খুব মোটা, থুলথুলে গোশত। তাহার এই বর্ণনা শুনিয়া হুযূর (ﷺ) বুঝিতে পারিলেন যে, সে নারী সম্পর্কে পূর্ণ সচেতন। তাই তাহাদের নিকট হইতে নারীদের বাঁচিতে বলিলেন।
