মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১২০
১. দ্বিতীয় অনুচ্ছেদ - (বিবাহের প্রস্থাবিত) পাত্রী দেখা ও সতর (পর্দা) প্রসঙ্গে
৩১২০। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, একদা নবী করীম (ﷺ) বিবি ফাতেমার নিকট একটা দাস লইয়া গেলেন, যাহা তিনি তাঁহাকে দান করিয়াছিলেন, আর তখন ফাতেমার গায়ে ছিল এমন একটা কাপড়, যাহা দ্বারা মাথা ঢাকিলে তাহা পা পর্যন্ত পৌঁছিত না এবং পা ঢাকিলে মাথা পর্যন্ত পৌঁছিত না। যখন রাসুলুল্লাহ (ﷺ) তাঁহাকে এইরূপ অসুবিধা বোধ করিতে দেখিলেন, বলিলেনঃ কিছুই না মা, এখানে তো তোমার বাপ ও তোমার দাসই। —আবু দাউদ
وَعَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى فَاطِمَةَ بِعَبْدٍ قَدْ وَهَبَهُ لَهَا وَعَلَى فَاطِمَةَ ثَوْبٌ إِذَا قَنَّعَتْ بِهِ رَأْسَهَا لَمْ يَبْلُغْ رِجْلَيْهَا وَإِذَا غَطَّتْ بِهِ رِجْلَيْهَا لَمْ يَبْلُغْ رَأْسَهَا فَلَمَّا رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا تَلْقَى قَالَ: «إِنَّهُ لَيْسَ عَلَيْكِ بَأْسٌ إِنَّمَا هُوَ أَبُوكِ وغلامك» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

আমাদের দেশের চাকর-নকর পরপুরুষই। সুতরাং তাহারা মনিব-নারীর মুখমণ্ডল ও হাত-পা ব্যতীত অপর অঙ্গ দেখিতে পারিবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩১২০ | মুসলিম বাংলা