মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩০৯৫
তৃতীয় অনুচ্ছেদঃ বিবাহের নীতি ও বিবিধ বিষয়
৩০৯৫। হযরত আবু উমামা (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন, তিনি বলিতেন, মু'মিন বান্দা আল্লাহ্র ভয় লাভের পর নেক স্ত্রী অপেক্ষা উত্তম আর কিছুই লাভ করিতে পারে না—যদি তাহাকে আদেশ করে সে উহা মানিয়া লয়। যদি তাহার দিকে দেখে সে তাহাকে খুশী করে, যদি তাহাকে লক্ষ্য করিয়া কোন শপথ করে সে উহা পূর্ণ করে, আর যদি স্বামী তাহার নিকট হইতে দূরে চলিয়া যায়, সে তাহার নিজের বিষয়ে ও স্বামীর মালের বিষয়ে মঙ্গল কামনা করে। ইবনে মাজাহ্ উক্ত হাদীস তিনটি রেওয়ায়ত করিয়াছেন।
وَعَنْ أَبِي أُمَامَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ يَقُولُ: «مَا اسْتَفَادَ الْمُؤْمِنُ بَعْدَ تَقْوَى اللَّهِ خَيْرًا لَهُ مِنْ زَوْجَةٍ صَالِحَةٍ إِنْ أَمْرَهَا أَطَاعَتْهُ وَإِنْ نَظَرَ إِلَيْهَا سرته وَإِن أقسم عَلَيْهِ أَبَرَّتْهُ وَإِنْ غَابَ عَنْهَا نَصَحَتْهُ فِي نَفْسِهَا وَمَاله» . روى ابْن مَاجَه الْأَحَادِيث الثَّلَاثَة
হাদীসের ব্যাখ্যা:
'শপথ পূর্ণ করে'—অর্থাৎ, স্বামী যদি বলে, খোদার শপথ তোমার ইহা করিতে হইবে, সে উহা পূর্ণ করে।
