মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩০৯৪
তৃতীয় অনুচ্ছেদঃ বিবাহের নীতি ও বিবিধ বিষয়
৩০৯৪। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি পাক-পবিত্র অবস্থায় আল্লাহ্র সাথে মিশিতে চাহে, সে যেন স্বাধীনা নারী বিবাহ করে।
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَرَادَ أَنْ يَلْقَى الله طَاهِرا مطهراً فليتزوج الْحَرَائِر» . رَوَاهُ ابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
দাসীদের মধ্যে সুশিক্ষা ও সুঅভ্যাস প্রায় থাকে না, তাই স্বাধীনার কথা বলা হইয়াছে। ইহা সে কালের সে পরিবেশের জন্যই প্রযোজ্য।
