মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩০৮১
প্রথম অনুচ্ছেদঃ বিবাহের নীতি ও বিবিধ বিষয়
৩০৮১। হযরত সা'দ ইবনে আবু ওয়াক্কাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে মাযউন (রাঃ)-এর বিবাহ না করার প্রস্তাবকে রদ করিয়া দিয়াছেন। যদি তিনি তাহাকে উহার অনুমতি দিতেন, নিশ্চয় আমরা খোজা হইয়া যাইতাম। —মোত্তাঃ
وَعَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ قَالَ: رَدَّ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى عُثْمَان ابْن مَظْعُونٍ التَّبَتُّلَ وَلَوْ أَذِنَ لَهُ لَاخْتَصَيْنَا

হাদীসের ব্যাখ্যা:

মানুষের পক্ষে খোজা হওয়া অর্থাৎ, খাসী হওয়া হারাম। এখানে ‘খোজা হইয়া যাইতাম'—অর্থ, বিবাহ করিতাম না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩০৮১ | মুসলিম বাংলা