মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৩- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
হাদীস নং: ৩০৬৯
- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
১৯. তৃতীয় অনুচ্ছেদ - ফারায়িয (মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন সম্বন্ধীয়) ও অন্তিম উপদেশ বা আদেশ)
৩০৬৯। হযরত ওমর (রাঃ) বলিয়াছেন, 'ফারায়েয' শিক্ষা কর। হযরত ইবনে মাসউদ (রাঃ) বাড়াইয়া বলিয়াছেন, তালাক ও হজ্জের মাসায়েলও, অতঃপর উভয়ে বলিয়াছেন, কেননা, উহা তোমাদের দ্বীনের অঙ্গ। —দারেমী
كتاب الفرائض والوصايا
وَعَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: تَعَلَّمُوا الْفَرَائِضَ وَزَادَ ابْنُ مَسْعُودٍ: وَالطَّلَاقَ وَالْحَجَّ قَالَا: فَإِنَّهُ من دينكُمْ. رَوَاهُ الدَّارمِيّ