মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৩- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
হাদীস নং: ৩০৬৮
- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
১৯. তৃতীয় অনুচ্ছেদ - ফারায়িয (মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন সম্বন্ধীয়) ও অন্তিম উপদেশ বা আদেশ)
৩০৬৮। তাবেয়ী মুহাম্মাদ ইবনে আবু বকর ইবনে হাযম (রঃ) হইতে বর্ণিত আছে, তিনি তাঁহার বাপ আবু বকর ইবনে হাযম (রাঃ)-কে বহুবার বলিতে শুনিয়াছেন, হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ) বলিতেন, কি আশ্চর্য। ফুফু (ভাইপুত-ভাইঝির) মৌরুস হয় অথচ সে (তাহাদের) ওয়ারিস হয় না। –মালেক
كتاب الفرائض والوصايا
وَعَنْ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ أَنَّهُ سَمِعَ أَبَاهُ كَثِيرًا يَقُولُ: كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ يَقُولُ: عَجَبًا لِلْعَمَّةِ تُورَثُ وَلَا تَرث. رَوَاهُ مَالك