আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭- নামাযের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৮৭
২৬৬। মোজা পরে নামায আদায় করা
৩৮০। আদম (রাহঃ) ..... হাম্মাম ইবনে হারিস (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি জারীর ইবনে আব্দুল্লাহ (রাযিঃ)-কে দেখলাম যে, তিনি পেশাব করলেন। তারপর উযু করলেন আর উভয় মোজার উপরে মাসাহ করলেন। তারপর তিনি দাঁড়িয়ে নামায আদায় করলেন। তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেনঃ আমি নবী (ﷺ)-কেও এরূপ করতে দেখেছি।

ইবরাহীম (রাহঃ) বলেনঃ এই হাদীস মুহাদ্দিসীনের কাছে অত্যন্ত পছন্দনীয়। কারণ জারীর (রাযিঃ) ছিলেন নবী (ﷺ) এর শেষ যুগের ইসলাম গ্রহণকারীদের একজন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন