আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭- নামাযের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৮৬
২৬৫। জুতা পরে নামায আদায় করা
৩৭৯। আদম ইবনে আবু ইয়াস (রাহঃ) .... আবু মাসলামা সাঈদ ইবনে ইয়াযীদ আযদী (রাহঃ) বলেনঃ আমি আনাস ইবনে মালিক (রাযিঃ) কে জিজ্ঞাসা করেছিলাম, নবী (ﷺ) কি তাঁর না’লাইন (চপ্পল) পরে নামায আদায় করতেন? তিনি বললেন, হ্যাঁ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন