মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৩- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
হাদীস নং: ৩০৫১
- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
১৯. দ্বিতীয় অনুচ্ছেদ - ফারায়িয (মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন সম্বন্ধীয়) ও অন্তিম উপদেশ বা আদেশ)
৩০৫১। তাবেয়ী কাসীর ইবনে আব্দুল্লাহ্ তাঁহার বাপ ও দাদা পরম্পরায় বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ গোত্রের মুক্ত ক্রীতদাস তাহাদেরই একজন, গোত্রের সাথে চুক্তিতে আব্দ্ধ ব্যক্তি তাহাদেরই একজন এবং গোত্রের ভাগিনেয় তাহাদেরই একজন। —দারেমী
كتاب الفرائض والوصايا
وَعَنْ كَثِيرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَوْلَى الْقَوْمِ مِنْهُمْ وَحَلِيفُ الْقَوْمِ مِنْهُمْ وَابْنُ أُخْتِ الْقَوْمِ مِنْهُمْ» . رَوَاهُ الدَّارمِيّ
হাদীসের ব্যাখ্যা:
চুক্তিতে আবদ্ধ ব্যক্তি — মূলে 'হালীফ' শব্দ রহিয়াছে, যাহার অর্থ, চুক্তি বা কাওল ও কারারে আবদ্ধ ব্যক্তি। কোন অজ্ঞাত বংশ লোক যাহাকে বলিল, আমি হত্যার অপরাধ করিলে আপনি দায় লইবেন। অর্থাৎ, রক্তপণ দিবেন এবং আমি মরিলে আপনি আমার ওয়ারিস হইবেন। দ্বিতীয় ব্যক্তি ইহা কবুল করিল। ইহাতে সে তাহার হালীফ হইয়া গেল। ইহাকে 'মাওলাল মাওয়ালাত'ও বলে। এই হাদীস অনুসারে ইমাম আ'যম আবু হানীফা (রঃ) বলেন, হালীফ ওয়ারিস হইবে, যদি মৃতের কোন ওয়ারিস না থাকে।