মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৩- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
হাদীস নং: ৩০৫০
- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
১৯. দ্বিতীয় অনুচ্ছেদ - ফারায়িয (মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন সম্বন্ধীয়) ও অন্তিম উপদেশ বা আদেশ)
৩০৫০। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সন্তান ভূমিষ্ঠ হইয়া যখন চিৎকার করিবে, তাহার জানাযা পড়িতে হইবে এবং তাহাকে ওয়ারিস করিতে হইবে। — ইবনে মাজাহ্ ও দারেমী
كتاب الفرائض والوصايا
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اسْتَهَلَّ الصَّبِيُّ صُلِّيَ عَلَيْهِ وَورث» . رَوَاهُ ابْن مَاجَه والدارمي
হাদীসের ব্যাখ্যা:
এক ব্যক্তি গর্ভে সন্তান রাখিয়া মারা গেল, তাহার সম্পত্তি বণ্টিত হইবে না যাবৎ না এই সন্তান প্রসবিত হয়। সন্তান প্রসবিত হইয়া চিৎকার করিলে সে তাহার বাপের ওয়ারিস হইবে এবং অন্যদের জন্য মৌরুস হইবে। এই হাদীস অনুসারে কেহ কেহ বলিয়াছেন, ওয়ারিস ও মৌরুস হওয়ার জন্য প্রসবিত হইয়া চিৎকার করা শর্ত। অপরপক্ষে ইমাম আবু হানীফা ও শাফেয়ী প্রমুখ ইমামগণ চিৎকার করা অর্থে জীবনের চিহ্ন প্রকাশকেই বুঝেন।