মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৩- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
হাদীস নং: ৩০৪৩
- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
১৯. প্রথম অনুচ্ছেদ - ফারায়িয (মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন সম্বন্ধীয়) ও অন্তিম উপদেশ বা আদেশ)
৩০৪৩। হযরত উসামা ইবনে যায়দ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ না মুসলিম কাফেরের ওয়ারিস হইবে আর না কাফের মুসলিমের।
كتاب الفرائض والوصايا
وَعَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَرِثُ الْمُسْلِمُ الْكَافِرَ وَلَا الْكَافِرُ الْمُسْلِمَ»
হাদীসের ব্যাখ্যা:
কাফের মুসলমানের ওয়ারিস হইবে না, এ ব্যাপারে সকল মুসলমান একমত, কিন্তু মুসলমান কাফেরের ওয়ারিস হইবে না—এ ব্যাপারে সাহাবা, তাবেয়ীন ও ইমামদের মধ্যে মতভেদ রহিয়াছে। তাঁহাদের প্রায় সকলেরই মত, মুসলমান কাফেরের ওয়ারিস হইবে না, কিন্তু সাহাবী হযরত মুআয ইবনে জাবাল ও মুআবিয়া এবং তাবেয়ী হযরত সায়ীদ ইবনে মুসাইয়্যাব ও মাসরূক প্রমুখ বলেন, মুসলমান কাফেরের ওয়ারিস হইবে। কেননা, নবী করীম (ﷺ) বলিয়াছেন, ইসলাম উপরে থাকে, নীচে থাকে না।
মুসলমান মুরতাদ হইয়া গেলে (অর্থাৎ, কাফের হইয়া গেলে) সে কোন মুসলমানের মীরাস পাইবে না—এ ব্যাপারে সকল মুসলমান একমত, কিন্তু তাহার মীরাস মুসলমান ওয়ারিস পাইবে কিনা এ ব্যাপারে ইমাম মালেক, শাফেয়ী, রবীআ, ইবনে আবী লায়লা প্রমুখ বলেন, পাইবে না। অপরপক্ষে ইমাম আবু হানীফা (রঃ) বলেন, মুরতাদ মুসলমান থাকাকালে যাহা কামাইয়াছে তাহা মুসলমান ওয়ারিস পাইবে; আর মুরতাদ অবস্থায় যাহা কামাইয়াছে তাহা বায়তুল মালে যাইবে।
মুসলমান মুরতাদ হইয়া গেলে (অর্থাৎ, কাফের হইয়া গেলে) সে কোন মুসলমানের মীরাস পাইবে না—এ ব্যাপারে সকল মুসলমান একমত, কিন্তু তাহার মীরাস মুসলমান ওয়ারিস পাইবে কিনা এ ব্যাপারে ইমাম মালেক, শাফেয়ী, রবীআ, ইবনে আবী লায়লা প্রমুখ বলেন, পাইবে না। অপরপক্ষে ইমাম আবু হানীফা (রঃ) বলেন, মুরতাদ মুসলমান থাকাকালে যাহা কামাইয়াছে তাহা মুসলমান ওয়ারিস পাইবে; আর মুরতাদ অবস্থায় যাহা কামাইয়াছে তাহা বায়তুল মালে যাইবে।