মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৯৯০
১৪. তৃতীয় অনুচ্ছেদ - ভাড়ায় প্রদান ও শ্রম বিক্রি
২৯৯০। হযরত ওবাদা ইবনে সামেত (রাঃ) বলেন, আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্ ! এক ব্যক্তি—যাহাকে আমি লেখা এবং কোরআন শিক্ষা দিয়াছিলাম, সে আমার জন্য একটি ধনুক উপহার পাঠাইয়াছে, যাহা মূল্যবান কোন মাল নহে, সুতরাং আমি কি উহাতে করিয়া জেহাদে তীর মারিতে পারি? তিনি বলিলেন, যদি তুমি দোযখের শিকল গলায় পরিতে ভালবাস, তবে তাহা গ্রহণ করিতে পার। –আবু দাউদ ও ইবনে মাজাহ্
وَعَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ رَجُلٌ أَهْدَى إِلَيَّ قَوْسًا مِمَّنْ كُنْتُ أُعَلِّمُهُ الْكِتَابَ وَالْقُرْآنَ وَلَيْسَتْ بِمَالٍ فَأَرْمِي عَلَيْهَا فِي سَبِيلِ اللَّهِ قَالَ: «إِنْ كُنْتَ تُحِبُّ أَنْ تُطَوَّقَ طَوْقًا مِنْ نَارٍ فَاقْبَلْهَا» . رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

এবাদতের কাজে উজুরা বা পারিশ্রমিক গ্রহণ না করার ব্যাপারে ইহা ইমাম আ'যম আবু হানীফা ও তাঁহার স্বমতাবলম্বীদের প্রধান দলীল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান