মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৯৮৪
১৪. প্রথম অনুচ্ছেদ - ভাড়ায় প্রদান ও শ্রম বিক্রি
২৯৮৪। উক্ত হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : আল্লাহ্ তা'আলা বলেন: কিয়ামতের দিন আমি তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হইব (ক) যে ব্যক্তি আমার নামে প্রতিশ্রুতি দিয়া পরে উহা ভঙ্গ করিয়াছে, (খ) যে ব্যক্তি স্বাধীন মানুষকে বিক্রয় করিয়া উহার মূল্য খাইয়াছে এবং (গ) যে ব্যক্তি মজুরিতে মজুর রাখিয়া তাহার নিকট হইতে পূর্ণ কাজ লইয়াছে, অথচ তাহার মজুরি পূর্ণ করে নাই। —বোখারী
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَالَ اللَّهُ تَعَالَى: ثَلَاثَةٌ أَنَا خَصْمُهُمْ يَوْمَ الْقِيَامَةِ: رَجُلٌ أَعْطَى بِي ثُمَّ غَدَرَ وَرَجُلٌ بَاعَ حُرًّا فَأَكَلَ ثَمَنَهُ وَرَجُلٌ اسْتَأْجَرَ أَجِيرًا فَاسْتَوْفَى مِنْهُ وَلَمْ يُعْطِهِ أَجْرَهُ . رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
মজুরি—ইবনে মাজার বর্ণনায় আছে, 'পূর্ণ মজুরি।' ইহা হইতে বুঝা গেল যে, শরীঅত শ্রমিকের স্বার্থের প্রতি কতখানি সতর্ক দৃষ্টি রাখে।
