মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৯৮২
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৪. প্রথম অনুচ্ছেদ - ভাড়ায় প্রদান ও শ্রম বিক্রি
২৯৮২। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিঙ্গা লইয়াছেন এবং শিঙ্গাদাতাকে মজুরি দিয়াছেন এবং তিনি নাকে ঔষধও টানিয়াছেন। —মোত্তাঃ
كتاب البيوع
وَعَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ احْتَجَمَ فَأَعْطَى الْحَجَّامَ أجره واستعط

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে বুঝা গেল যে, কোন মানুষকে কোন কাজের জন্য ইজারা লওয়া এবং তাহার ইজারা দেওয়া জায়েয আছে এবং রোগে ঔষধ করাও জায়েয আছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৯৮২ | মুসলিম বাংলা