মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৯২৪
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৯. তৃতীয় অনুচ্ছেদ - দেউলিয়া (দারিদ্র্য) হওয়া এবং ঋণীকে অবকাশ দান
২৯২৪। হযরত সুওয়াইদ ইবনে কায়স (রাঃ) বলেন, আমি এবং মাখরামাতুল আব্দী (রাঃ) 'হাজার' নামক স্থান হইতে ব্যবসার জন্য কাপড় লইয়া মক্কায় আসিলাম। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের নিকট দিয়া যাইতেছিলেন; তিনি আমাদের নিকট হইতে একটি পায়জামা ক্রয় করিতে চাহিলেন। আমরা উহা তাঁহার নিকট বিক্রয় করিলাম। বিনিময় লইয়া বিভিন্ন বস্তু ওজনকারী এক ব্যক্তি তথায় উপস্থিত ছিল; তখন রাসূলুল্লাহ (ﷺ) তাহাকে পায়জামা ওজন করিয়া দিতে বলিলেন। তিনি তাহাকে ইহাও বলিলেন, ওজন করার সময় প্রাপ্য অপেক্ষা একটু বেশী দিবে। — আহমদ, আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ্ ও দারেমী। আর তিরমিযী বলিয়াছেন, এই হাদীস হাসান সহীহ্
كتاب البيوع
الْفَصْل الثَّالِث
عَن سُوَيْد بن قيس قَالَ: جَلَبْتُ أَنَا وَمَخَرَفَةُ الْعَبْدِيُّ بَزًّا مِنْ هَجَرٍ فَأَتَيْنَا بِهِ مَكَّةَ فَجَاءَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْشِي فَسَاوَمَنَا بِسَرَاوِيلَ فَبِعْنَاهُ وَثمّ رجل يزن بِالْأَجْرِ فَقَالَ لَهُ رَسُول الله: «زِنْ وَأَرْجِحْ» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৯২৪ | মুসলিম বাংলা