মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৮৯৫
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৮. তৃতীয় অনুচ্ছেদ - খাদ্যদ্রব্য গুদামজাত করা
২৮৯৫। হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি মুসলমানদের উপর অভাব-অনটন সৃষ্টি করিয়া খাদ্যদ্রব্য গুদামজাত করিবে, (আশঙ্কা আছে) আল্লাহ্ তা'আলা তাহাকে কুষ্ঠ রোগে এবং দারিদ্র্যে পতিত করিবেন। —ইবনে মাজাহ্, বায়হাকী শোআবুল ঈমানে ও রযীন
كتاب البيوع
الْفَصْل الثَّالِث
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنِ احْتَكَرَ عَلَى الْمُسْلِمِينَ طَعَامَهُمْ ضَرَبَهُ اللَّهُ بِالْجُذَامِ وَالْإِفْلَاسِ» . رَوَاهُ ابْنُ مَاجَهْ وَالْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ. وَرَزِينٌ فِي كِتَابِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান