মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৮৬৯
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয়
২৮৬৯। হযরত আমর ইবনে শোআয়ব তাঁহার পিতার মাধ্যমে তাঁহার দাদা হইতে বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) নিষেধ করিয়াছেন—দুই বিক্রয়ের ব্যবস্থা এক বিক্রয়ের মধ্যে করা হইতে। — শরহে সুন্নাহ্
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعَتَيْنِ فِي صَفْقَةٍ وَاحِدَةٍ. رَوَاهُ فِي شرح السّنة

হাদীসের ব্যাখ্যা:

ইহার অর্থ উপরের হাদীসের অর্থও হইতে পারে এবং আর এক অর্থও হইতে পারে। যথা— বিক্রেতা বলিল, আমার এই বস্তু তোমার নিকট পাঁচ টাকায় বিক্রি করিলাম ; তুমি তোমার ঐ বস্তু আমার নিকট সাত টাকায় বিক্রি করিবে। এইরূপ ক্রয়-বিক্রয় নিষিদ্ধ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান