মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৮৬৭
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয়
২৮৬৭। হযরত হাকীম ইবনে হেযাম (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে নিষেধ করিয়াছেন — ঐ বস্তু বিক্রয় করিতে যাহা আমার দখলে নাই। – তিরমিযী
তিরমিযীর আর এক বর্ণনায় এবং আবু দাউদ ও নাসায়ীতে আছে, হাকীম ইবনে হেযাম বলেন, আমি আরয করিলাম, ইয়া রাসূলাল্লাহ্। কোন লোক আমার নিকট আসিয়া কোন বস্তু ক্রয় করিতে চাহে, উহা আমার নিকট নাই। আমি (কি) এক বাজার হইতে তাহার জন্য উহা ক্রয় করিয়া আনিব। (—এই আশায় যে, আমি তাহার নিকট উহা বিক্রয় করি।) তিনি বলিলেন, তোমার দখলে যাহা নাই তাহা বিক্রি করিও না।
وَعَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ قَالَ: نَهَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَبِيعَ مَا ليسَ عندِي. رَوَاهُ التِّرْمِذِيّ فِي رِوَايَةٍ لَهُ وَلِأَبِي دَاوُدَ وَالنَّسَائِيُّ: قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ يَأْتِينِي الرَّجُلُ فَيُرِيدُ مِنِّي الْبَيْعَ وَلَيْسَ عِنْدِي فَأَبْتَاعُ لَهُ مِنَ السُّوقِ قَالَ: «لَا تبِعْ مَا ليسَ عندَكَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান