মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৮৬৬
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয়
২৮৬৬। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে, কেলাব গোত্রের এক ব্যক্তি নবী করীম (ﷺ)কে জিজ্ঞাসা করিল— ষাঁড়ের পাল বা প্রজননের মজুরি গ্রহণ সম্পর্কে। নবী করীম (ﷺ) তাহাকে নিষেধ করিলেন। তখন সেই ব্যক্তি বলিল, ইয়া রাসূলাল্লাহ!
আমরা ষাঁড়ের পাল দিয়া থাকি এবং উহার খাতিরে সৌজন্যমূলক কিছু পাইয়া থাকি। নবী করীম (ﷺ) ঐরূপ সৌজন্য গ্রহণের অনুমতি প্রদান করিলেন। —তিরমিযী
আমরা ষাঁড়ের পাল দিয়া থাকি এবং উহার খাতিরে সৌজন্যমূলক কিছু পাইয়া থাকি। নবী করীম (ﷺ) ঐরূপ সৌজন্য গ্রহণের অনুমতি প্রদান করিলেন। —তিরমিযী
وَعَنْ أَنَسٍ: أَنَّ رَجُلًا مِنْ كِلَابٍ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَسْبِ الْفَحْلِ فَنَهَاهُ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّا نُطْرِقُ الْفَحْلَ فَنُكْرَمُ فَرَخَّصَ لَهُ فِي الْكَرَامَةِ. رَوَاهُ التِّرْمِذِيّ
