মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৮৬০
৫. প্রথম অনুচ্ছেদ - নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয়
২৮৬০। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতেই বর্ণিত আছে, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা (বিক্রয় করার জন্য স্তূপীকৃত) খাদ্যবস্তুর একটি স্তূপের নিকট দিয়া গমন করা কালে উহার ভিতরে হাত ঢুকাইলেন। স্তূপের ভিতরে হাতে ভিজা অনুভব হইল। ঐ স্তূপের মালিককে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, ইহা কি? ঐ ব্যক্তি বলিল, ইয়া রাসুলাল্লাহ্! বৃষ্টির পানিতে ঐগুলি ভিজিয়া গিয়াছিল। নবী করীম (ছাঃ) বলিলেন, ভিজাগুলিকে স্তূপের উপরে কেন রাখিলে না, যাহাতে লোকেরা উহা দেখিতে পায়? যে ব্যক্তি প্রবঞ্চনা করিবে, আমার সহিত তাহার কোন সম্পর্ক নাই। —মুসলিম
وَعَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى صُبْرَةِ طَعَامٍ فَأَدْخَلَ يَدَهُ فِيهَا فَنَالَتْ أَصَابِعُهُ بَلَلًا فَقَالَ: «مَا هَذَا يَا صَاحِبَ الطَّعَامِ؟» قَالَ: أَصَابَتْهُ السَّمَاءُ يَا رَسُولَ اللَّهِ قَالَ: «أَفَلَا جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ حَتَّى يَرَاهُ النَّاسُ؟ مَنْ غَشَّ فَلَيْسَ مني» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৮৬০ | মুসলিম বাংলা