মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৮৫৯
৫. প্রথম অনুচ্ছেদ - নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয়
২৮৫৯। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: স্বয়ং উৎপন্ন ঘাসের মূল্য (যাহা গ্রহণ করা জায়েয নহে, উহা আদায়ের উদ্দেশ্যে প্রয়োজনাতিরিক্ত পানির মূল্য গ্রহণ করিতে পারিবে না। —মোত্তাঃ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يُبَاع فضل المَاء ليباع بِهِ الْكلأ»
হাদীসের ব্যাখ্যা:
স্বয়ং উৎপন্ন ঘাসের নিকটে কাহারও পানির কূপ আছে, ঐ ঘাস পশুকে খাওয়াইতে হইলে ঐ কূপের পানি প্রয়োজন। স্বয়ং উৎপন্ন ঘাসের মূল্য আদায় করা তো সম্ভব হইবে না, কিন্তু কূপের মালিক এই কৌশল করিতে চায় যে, ঘাসের মূল্য চায় না, কিন্তু সে পানির মূল্য লইবে। উদ্দেশ্য হইল, এই কৌশলে বস্তুত ঘাসের মূল্য আদায় করা—ইহাকে নিষেধ করা হইয়াছে।
