মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৮৫৪
৫. প্রথম অনুচ্ছেদ - নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয়
২৮৫৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করিয়াছেন—“বায়-এ হাসাত" কাঁকর নিক্ষেপ করার ক্রয়-বিক্রয় হইতে এবং "বায়-এ গরুর'—অনিশ্চিত বস্তুর ক্রয়-বিক্রয় হইতে। —মুসলিম
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عنْ بيعِ الحصاةِ وعنْ بيعِ الغَرَرِ. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

কাঁকর নিক্ষেপের ক্রয়-বিক্রয়—ইহা এক প্রকার জুয়া। যথা— কাঁকর নিক্ষেপ করিয়া বস্তুকে বা বিক্রেতাকে লাগাইতে পারিলেই ক্রয়-বিক্রয় সাব্যস্ত ও বাধ্যতামূলক হইয়া গেল। অনিশ্চিত বস্তুর ক্রয়-বিক্রয়, যথা—জালের এক ক্ষেপণের মাছ, উড়ন্ত পাখীটি শিকার করার পূর্বেই উহা বিক্রয় করা ইত্যাদি।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৮৫৪ | মুসলিম বাংলা