মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৮৫২
৫. প্রথম অনুচ্ছেদ - নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয়
২৮৫২। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: শহরী লোক গ্রাম্য লোকদের পণ্যদ্রব্য বিক্রয় করিয়া দেওয়ার চাপ সৃষ্টি করিবে না। (গ্রাম্য লোকগণ নিজেদের জিনিস নিজেরাই বিক্রি করিবে, তাহাতে শহর-বন্দরের ক্রেতাগণ সস্তা দামে জিনিস পাইবে।) লোকদেরকে এইভাবেই থাকিতে দাও, আল্লাহ্ তা'আলা একজনকে অপরজন দ্বারা লাভবান হওয়ার সুযোগ দিয়া থাকেন। —মুসলিম
وَعَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يبِعْ حَاضِرٌ لِبَادٍ دَعُوا النَّاسَ يَرْزُقُ اللَّهُ بَعْضَهُمْ من بعض» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৮৫২ | মুসলিম বাংলা