মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৮৩৩
৪. তৃতীয় অনুচ্ছেদ - সুদ
২৮৩৩। তাবেয়ী হযরত আবু বুরদা ইবনে আবু মুসা (রঃ) বলেন, একবার আমি মদীনায় আসিয়া সাহাবী আব্দুল্লাহ্ ইবনে সালাম (রাঃ)-এর সঙ্গে সাক্ষাৎ করিলাম। তিনি আমাকে বলিলেন, তুমি এমন এলাকায় বাস কর যথায় সুদের প্রচলন অনেক বেশী। অতএব, কাহারও উপর যদি তোমার কোন প্রাপ্য থাকে— সে যদি তোমাকে এক বোঝা খড়, এক গাঁটরি যব বা ঘাসের একটি বোঝাও উপঢৌকন দেয়, তাহা গ্রহণ করিও না; উহা সুদে পরিগণিত।—বোখারী
وَعَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى قَالَ: قدمت الْمَدِينَة فَلَقِيت عبد الله بن سلا م فَقَالَ: إِنَّك بِأَرْض فِيهَا الرِّبَا فَاش إِذا كَانَ لَكَ عَلَى رَجُلٍ حَقٌّ فَأَهْدَى إِلَيْكَ حِمْلَ تَبْنٍ أَو حِملَ شعيرِ أَو حَبْلَ قَتٍّ فَلَا تَأْخُذْهُ فَإِنَّهُ رِبًا. رَوَاهُ الْبُخَارِيُّ
হাদীসের ব্যাখ্যা:
যেই দেশে এবং যেই যুগে সুদ ও ঘুষ-রেশওয়াতের লেনদেন অতি বেশী, সেই দেশে ও সেই যুগে ঋণগ্রহীতার হাদিয়া, উপঢৌকন, উপহার, যৌতুক ইত্যাদি অনেক ক্ষেত্রেই সুদ বা ঘুষ রেশওয়াতে গণ্য হইবে।
