মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৮২৫
৪. তৃতীয় অনুচ্ছেদ - সুদ
২৮২৫। হযরত আব্দুল্লাহ্ (রাঃ) যিনি ফিরিশতাগণ কর্তৃক গোসল প্রদত্ত হযরত হানযালার পুত্র—তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সুদের মাত্র ! একটি রৌপ্য মুদ্রাও যে ব্যক্তি জানিয়া শুনিয়া খায়, তাহার গোনাহ্ ছত্রিশবার যেনা করা অপেক্ষা বেশী হয়। – আহমদ, দারা কুতনী এবং বায়হাকী শোআবুল ঈমানে এই হাদীস হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণনা করিয়াছেন। উহাতে অতিরিক্ত ইহাও আছে—রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেন, যেই ব্যক্তির দেহের গোশত হারাম মালে গঠিত, তাহার জন্য দোযখই অধিক শ্রেয়।
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ حَنْظَلَةَ غَسِيلِ الْمَلَائِكَةِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دِرْهَمُ رِبًا يَأْكُلُهُ الرَّجُلُ وَهُوَ يَعْلَمُ أَشَدُّ مِنْ سِتَّةٍ وَثَلَاثِينَ زِنْيَةً» . رَوَاهُ أَحْمَدُ والدراقطني

وَرَوَى الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَزَادَ: وَقَالَ: «مَنْ نَبَتَ لَحْمُهُ مِنَ السُّحت فَالنَّار أولى بِهِ»

হাদীসের ব্যাখ্যা:

অত্র হাদীস বর্ণনাকারী আবদুল্লাহ্ (রাঃ) একজন সাহাবী। তাঁহার পিতা হানযালা (রাঃ)-ও একজন বিশিষ্ট সাহাবী, উক্ত হাদীসে যাঁহার একটি অতি অস্বাভাবিক ঘটনার ইঙ্গিত উল্লেখ হইয়াছে যে, ফেরেশতাগণ তাঁহাকে গোসল দিয়াছেন। ঘটনার বিবরণ এই— ওহুদের জেহাদে যাইবার জন্য নবী করীম (ﷺ) মুসলমানগণকে আহ্বান করিলেন। সেই আহ্বান হযরত হানযালার কর্ণে এমতাবস্থায় পৌঁছিল যে, তিনি স্ত্রীর সহিত সহবাসে লিপ্ত ছিলেন। আহ্বান শুনিবার সঙ্গে সঙ্গে মুহূর্তকাল বিলম্ব না করিয়া জেহাদের ময়দানে ছুটিয়া গেলেন। তিনি যে নাপাক অবস্থায় আছেন — তাঁহার উপর গোসল ফরয রহিয়াছে, উহাও তাঁহার লক্ষ্যে থাকে নাই। তিনি শহীদ হইয়া গেলেন।
সাধারণত শহীদকে গোসল না দিয়াই দাফন করা হইয়া থাকে। কিন্তু তিনি তো নাপাক শরীরে শহীদ হইয়াছেন, তাঁহাকে গোসল দেওয়া কর্তব্য; অথচ তাঁহার এই অবস্থা যুদ্ধ ময়দানের কেহই জ্ঞাত নহে। সুতরাং গোসল ব্যতিরেকে তাঁহার দাফন হওয়ার আশঙ্কা ছিল, তাই ফেরেশতাগণ তাঁহাকে গোসল দিয়াছিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৮২৫ | মুসলিম বাংলা