মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৮২৩
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - সুদ
২৮২৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর ইবনুল আস (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) তাঁহাকে একটি অভিযানের সৈন্যবাহিনী প্রস্তুত করার আদেশ করিয়াছিলেন। উহা প্রস্তুত করিতে (সরকারী ধনভাণ্ডার – বাইতুল মালে) প্রয়োজনীয় উটের অভাব হইয়া পড়িল। তখন নবী (ﷺ) তাঁহাকে আদেশ করিলেন (বাইতুল মালে) সদকার উট প্রাপ্তিসাপেক্ষে (জনসাধারণ হইতে) উট ধার নেওয়ার। সেমতে তিনি সদকার উট সংগৃহীত হওয়া সাপেক্ষে এক একটি উট দুই দুইটি উটের বিনিময়ে গ্রহণ করিলেন। –আবু দাউদ
كتاب البيوع
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهُ أَن يُجهِّزَ جَيْشًا فنفدتِ الإِبلُ فأمرَهُ أَن يَأْخُذَ عَلَى قَلَائِصِ الصَّدَقَةِ فَكَانَ يَأْخُذُ الْبَعِيرَ بِالْبَعِيرَيْنِ إِلَى إِبِلِ الصَّدَقَةِ. رَوَاهُ أَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

এক উট দ্বারা দুই উটের বিনিময় করা জায়েয হয় বটে, কিন্তু উহা অবশ্যই উপস্থিত লেনদেনের মধ্যে হইতে হইবে। তবে শুধু মাত্র ঐ জাতীয় প্রয়োজন মিটাইতে বাইতুল মালের পক্ষে ঐরূপ বিনিময় ধারে করাও জায়েয।
tahqiqতাহকীক:তাহকীক চলমান