মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৮২১
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - সুদ
২৮২১। তাবেয়ী সায়ীদ ইবনে মুসাইয়্যাব (রঃ) হইতে মুরসালরূপে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) নিষেধ করিয়াছেন— জীবের বিনিময়ে গোশত বিক্রি করিতে।
তাবেয়ী সায়ীদ (রঃ) বলিয়াছেন, অন্ধকার যুগে এক প্রকার জুয়ার প্রচলন ছিল; উহাতে ঐরূপ ক্রয়-বিক্রয় হইত। —শরহে সুন্নাহ্
وَعَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ مُرْسَلًا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نهى عَن بَيْعِ اللَّحْمِ بِالْحَيَوَانِ قَالَ سَعِيدٌ: كَانَ مِنْ مَيْسِرِ أَهْلِ الْجَاهِلِيَّةِ. رَوَاهُ فِي شَرْحِ السُّنَّةِ

হাদীসের ব্যাখ্যা:

জুয়া হারাম, উহার সংশ্লিষ্টের কারণেই নবী করীম (ﷺ) উক্ত ক্রয়-বিক্রয়কে নিষিদ্ধ বলিয়াছেন। জুয়ার সহিত সংশ্লিষ্ট না হইয়া সাধারণ ও স্বাভাবিকরূপে কোন জীব ও গোশতের মধ্যে উভয় দিকের উপস্থিত আদান-প্রদানে বিনিময় করা হইলে তাহা ইমাম আবু হানীফা (রঃ)-এর মতে জায়েয হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৮২১ | মুসলিম বাংলা