মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৮২০
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - সুদ
২৮২০। হযরত সা'দ ইবনে আবু ওয়াক্কাস (রাঃ) বলেন, আমি (নিজ কানে) শুনিয়াছি, রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞাসা করা হইল—পাকা খেজুরের বিনিময়ে খুর্মা ক্রয় করা সম্পর্কে। তিনি বলিলেন, পাকা খেজুর শুকাইলে নিশ্চয় ঘাটতি হয় । জিজ্ঞাসাকারী বলিল, হ্যাঁ। সেমতে তিনি ঐরূপ ক্রয় করিতে নিষেধ করিলেন। —মালেক, তিরমিযী, আবু দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ্
وَعَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ شِرَاءِ التَّمْرِ بِالرُّطَبِ فَقَالَ: «أَيَنْقُصُ الرُّطَبُ إِذَا يَبِسَ؟» فَقَالَ: نَعَمْ فَنَهَاهُ عَنْ ذَلِكَ. رَوَاهُ مَالِكٌ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
পাকা খেজুর ও শুষ্ক খুর্মার মধ্যে বিনিময় করা হইলে স্বাভাবিকভাবে পাকা খেজুর পরিমাণে বেশী দেওয়া হইবে। কারণ, পাকা খেজুর শুকাইয়াই খুর্মা হয়, আর পাকা খেজুর শুকাইলে অবশ্যই ঘাটতি হয়। সুতরাং শুষ্ক খুর্মার বিনিময়ে পাকা খেজুর বেশী দেওয়া হইবে— ইহা নাজায়েয। অবশ্য পাকা খেজুর ও শুষ্ক খুর্মার বিনিময় সমপরিমাণের মধ্যে হইলে ইমাম আবু হানীফা (রঃ)-এর মতে জায়েয হইবে, যদি উভয়পক্ষের লেনদেন উপস্থিত ও নগদ হয়, নতুবা জায়েয হইবে না।
