মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৮০৭
৪. প্রথম অনুচ্ছেদ - সুদ
২৮০৭। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'নত (ও অভিশাপ) করিয়াছেন যে সুদ খায় তাহার প্রতি, যে সুদ দেয় তাহার প্রতি যে সুদের দলিল লেখে তাহার প্রতি, যে দুই জন সুদের সাক্ষী হয় তাহাদের প্রতি। রাসূলুল্লাহ্ (ছাঃ) ইহাও বলিয়াছেন যে, (গোনাহ্গার সাব্যস্ত হওয়ায়) তাহারা সকলেই সমান। —মুসলিম
بَابُ الرِّبَا: الْفَصْل الأول
عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: لَعَنَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ الرِّبَا وَمُوَكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ: «هُمْ سَوَاءٌ» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

সুদের বয়ান

সুদ শুধু ধার বা ঋণের মধ্যেই সীমাবদ্ধ নহে এবং শুধু নগদ টাকা-পয়সার মধ্যেও সীমাবদ্ধ নহে। ক্রয়-বিক্রয়ের মধ্যেও এবং বস্তুসমূহের বিনিময় ক্ষেত্রেও অনেক প্রকার ব্যবস্থা এরূপ আছে, যাহাতে শরীঅতের বিধান মতে সুদ এবং সুদের পরিণাম ও গোনাহ্ সাব্যস্ত হইয়া থাকে। এই অধ্যায়ে ঐরূপ বিনিময় ও ক্রয়-বিক্রয়ের বর্ণনা দেওয়া হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৮০৭ | মুসলিম বাংলা