মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৭৯০
২. প্রথম অনুচ্ছেদ - ক্রয়-বিক্রয় ও লেনদেনে সহনশীলতা
২৭৯০। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (দো'আরূপে) বলিয়াছেন: আল্লাহ্ রহম করুন ঐ ব্যক্তির প্রতি যে সহনশীল হয় বিক্রয়ের ক্ষেত্রে, ক্রয়ের ক্ষেত্রে এবং প্রাপ্য ওয়াসিলের তাগাদা করার ক্ষেত্রে। -বোখারী
بَاب المساهلة فِي الْمُعَامَلَات: الْفَصْل الأول
عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

رَحِمَ اللَّهُ رَجُلًا سَمْحًا إِذَا بَاعَ وَإِذَا اشْتَرَى وَإِذَا اقْتَضَى

رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

ক্রয়-বিক্রয় ও লেনদেন ব্যাপারে সহনশীলতা

সর্বক্ষেত্রেই পরস্পর কোমলতা ও সহনশীলতা রক্ষা করিয়া চলা ইসলামের নীতি। বিশেষত যেসব ক্ষেত্রে পরস্পরে বাগ বিতণ্ডা ও মন কষাকষি সৃষ্টির আশঙ্কা থাকে, সেসব ক্ষেত্রে কোমলতা ও সহনশীলতা রক্ষায় যত্নবান হওয়া অধিক ফযীলত ও সওয়াবের কাজ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৭৯০ | মুসলিম বাংলা