মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৭৮৯
১. তৃতীয় অনুচ্ছেদ - উপার্জন করা এবং হালাল রুযী অবলম্বনের উপায় সন্ধান করা
২৭৮৯। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, যে ব্যক্তি দশ মুদ্রায় একটি কাপড় ক্রয় করিয়াছে, যাহার মধ্যে একটি মুদ্রা হারাম ছিল। যাবৎ ঐ কাপড়টি তাহার পরনে থাকিবে, তাবৎ তাহার নামায কবুল হইবে না।
ইবনে ওমর (রাঃ) এই বিবরণ দানের পর তাঁহার উভয় কর্ণে আঙ্গুল দিয়া বলিলেন, আমার কর্ণদ্বয় বধির হইয়া যাইবে যদি এই বর্ণনা আমি নবী (ﷺ)-কে বলিতে শুনিয়া না থাকি। —আহমদ, বায়হাকী শোআবুল ঈমানে
ইবনে ওমর (রাঃ) এই বিবরণ দানের পর তাঁহার উভয় কর্ণে আঙ্গুল দিয়া বলিলেন, আমার কর্ণদ্বয় বধির হইয়া যাইবে যদি এই বর্ণনা আমি নবী (ﷺ)-কে বলিতে শুনিয়া না থাকি। —আহমদ, বায়হাকী শোআবুল ঈমানে
وَعَن ابنِ عُمَرَ قَالَ: مَنِ اشْتَرَى ثَوْبًا بِعَشَرَةِ دَرَاهِمَ وَفِيهِ دِرْهَمٌ حَرَامٌ لَمْ يَقْبَلِ اللَّهُ لَهَ صَلَاةً مَا دَامَ عَلَيْهِ ثُمَّ أَدْخَلَ أُصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ وَقَالَ صُمَّتَا إِنْ لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعْتُهُ يَقُولُهُ. رَوَاهُ أَحْمَدُ وَالْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ. وَقَالَ: إِسْنَادُهُ ضَعِيف
