মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৭৮৩
১. তৃতীয় অনুচ্ছেদ - উপার্জন করা এবং হালাল রুযী অবলম্বনের উপায় সন্ধান করা
২৭৮৩। হযরত রাফে' ইবনে খাদীজ (রাঃ) বলেন, একদা জিজ্ঞাসা করা হইল ইয়া রাসূলাল্লাহ্! কোন্ প্রকার উপার্জন উত্তম? রাসূল (ﷺ) বলিলেনঃ হাতের কাজ এবং হালাল ব্যবসার উপার্জন। — আহমদ
وَعَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْكَسْبِ أَطْيَبُ؟ قَالَ: «عَمَلُ الرَّجُلِ بِيَدِهِ وَكُلُّ بَيْعٍ مَبْرُورٍ» . رَوَاهُ أَحْمَدُ
