মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৭৮২
১. তৃতীয় অনুচ্ছেদ - উপার্জন করা এবং হালাল রুযী অবলম্বনের উপায় সন্ধান করা
২৭৮২। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে, তাঁহার নিকট জিজ্ঞাসা করা হইল কোরআন শরীফ লিখার মজুরি বা পারিশ্রমিক লওয়া সম্পর্কে। তিনি বলিলেন, উহাতে কোন দোষ নাই; তাহারা তো (কোরআনের) অক্ষরসমূহের নকশা অঙ্কন করিয়া নিজ হাতের কামাই খাইয়া থাকে। (অর্থাৎ, আল্লাহর কালামের বিনিময় গ্রহণ যে নিষিদ্ধ, উল্লিখিত মজুরি ও পারিশ্রমিক উহার আওতাভুক্ত নহে।) —রযীন
وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّهُ سُئِلَ عَنْ أُجْرَةِ كِتَابَةِ الْمُصْحَفِ فَقَالَ: لَا بَأْسَ إِنَّمَا هُمْ مُصَوِّرُونَ وَإِنَّهُمْ إِنَّمَا يَأْكُلُونَ من عمل أَيْديهم. رَوَاهُ رزين
