আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫০- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪০৭১
২১৮৫. উম্মু সালীতের আলোচনা
৩৭৭২। ইয়াহয়া ইবনে বুকায়র (রাহঃ) .... সা‘লাবা ইবনে আবু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার উমর ইবনে খাত্তাব (রাযিঃ) কতকগুলো চাদর মদীনাবাসী মহিলাদের মধ্যে বন্টন করলেন। পরে একটি সুন্দর চাঁদর অবশিষ্ট রয়ে গেল। তার নিকট উপস্থিত লোকদের একজন বলে উঠলেন, হে আমীরুল মু’মিনীন, এ চাঁদরখানা আপনার স্ত্রী রাসূলুল্লাহ (ﷺ)- এর নাতনী আলী (রাযিঃ)- এর কন্যা উম্মে কুলসুম (রাযিঃ)- কে দিয়ে দিন। উমর (রাযিঃ) বললেন, উম্মে সালীত (রাযিঃ) তার চেয়েও অধিক হকদার। উম্মে সালীত (রাযিঃ) আনসারী মহিলা। তিনি রাসূলুল্লাহ (ﷺ)- এর হাতে বায়‘আত গ্রহণ করেছেন। উমর (রাযিঃ) বললেন, উহুদের দিন এ মহিলা আমাদের জন্য মশক ভরে পানি এনেছিলেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন