মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৭৬৪
১. প্রথম অনুচ্ছেদ - উপার্জন করা এবং হালাল রুযী অবলম্বনের উপায় সন্ধান করা
২৭৬৪। হযরত আবু মাসউদ আনসারী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করিয়াছেন—কুকুর বিক্রয়ের মূল্য হইতে, ব্যভিচারের বিনিময় হইতে এবং গণক-ঠাকুরের ভেট হইতে। -মোত্তাঃ
وَعَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ وَمَهْرِ الْبَغِيِّ وَحُلْوَانِ الْكَاهِنِ

হাদীসের ব্যাখ্যা:

ভাগ্য যাচাই বা শুভ-অশুভ গণনার উদ্দেশ্যে গণক বা জ্যোতিষীদের নিকট যাওয়া হারাম। তাহাদের গণনার প্রতি বিশ্বাস করা 'শেরেকী' গোনাহ। তাহাদেরকে কোন প্রকার ভেট দেওয়া হারাম এবং ঐ বস্তু ব্যবহার করাও হারাম।
tahqiqতাহকীক:তাহকীক চলমান